ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

কানাডা মাইকে আজানের অনুমতি দিলো 

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ৪ মে ২০২০  

এতদিন কানাডার মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল কিন্তু মাইকে আজান প্রচারের অনুমতি ছিল না।

এতদিন কানাডার মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল কিন্তু মাইকে আজান প্রচারের অনুমতি ছিল না।


কানাডার মুসলমানরা মসজিদে আজান প্রচার করার অনুমতি পেয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথমবার এ সুযোগ দেয়া হলো। 

এতদিন কানাডার মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল কিন্তু মাইকে আজান প্রচারের অনুমতি ছিল না। কানাডার কয়েকটি শহরের শুধু রমজান উপলক্ষে এই অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। রবিবার আনাতোলি বার্তা সংস্থা ও সিবিসি কানাডিয়ান নিউজ থেকে এ তথ্য জানা গেছে।

তবে এই অনুমতি শুধুমাত্র পবিত্র রমজান উপলক্ষে। তবে মুসলিম সোসাইটির মুখপাত্ররা জানিয়েছেন সারা বছর যাতে আজান প্রচার করা যায় তারা সেটির জন্য চেষ্টা করবেন।

এ সম্পর্কে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড